শুক্রবার সকালে কালিয়াচকের দুটি পৃথক পৃথক জায়গায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিন জনের ও আহত এক। জানা গেছে কালিয়াচক থানার নয়া গ্রামের টিটি পাড়া এলাকার বাসিন্দা তমশ্রী মন্ডল ও তার মেয়ে মালদায় রামকেলী মেলা দেখতে যায় বৃহস্পতিবার। মেলা দেখে বাড়ি ফেরার পথে কালিয়াচক থানার রামনগর ভলাইচকে থেকে যায়। আজ ভোরবেলা ৫.৪৫ নাগাদ সে বাড়ি যাওয়ার জন্য আত্মীয়র বাড়ি থেকে বের হয়। এরপর সুলতানগঞ্জ বাথানের কাছে রাস্তা পার হচ্ছিল মা ও মেয়ে। সেই সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকার সময় মালদাগামী একটি দশ চাকার লড়ি তাদেরকে ধাক্কা মারে। তাদেরকে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মেয়ে শুভশ্রী মন্ডল (৫) কে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। আহত মাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘটনার তদন্তে পুলিশ।
অন্যদিকে আজ সকালেই কালিয়াচকের সুলতানগঞ্জ মোড়ে বাইক নিয়ে রাস্তা পার করার সময় এক বাইক আরোহীকে লড়ি ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক মহিলার। নিহত মহিলার নাম পরিচয় জানা যায়নি। শুধু তার হাতে অজয় শেখ নামে একটি ট্যাটু করা ছিল। ঘটনায় আহত হয় ওই বাইকের চালক। আহত ওই যুবককে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই যুবকের